সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিতর্কের ওপর টিউটোরিয়াল চালু করল রবি- টেন মিনিট স্কুল

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্কুল ও বিশ^বিদ্যালয় পর্যায়ের বিতর্কের ধরণ নিয়ে একটি সমন্বিত টিউটোরিয়াল চালু করেছে রবি টেন মিনিট স্কুল। প্লাটফরমটির ওয়েবসাইটের- িি.ি১০সরহঁঃবংপযড়ড়ষ.পড়স- স্কিল ডেভলপমেন্ট বিভাগে টিউটোরিয়ালগুলো পাওয়া যাবে। ভিডিও টিউটোরিয়ালগুলোতে বির্তকের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করা হয়েছে; যেমন: সংসদীয় বিতর্ক কী? পয়েন্ট অফ প্রিভিলেজ কি? পয়েন্ট অফ অর্ডার কি?-ইত্যাদি বিষয়ে ধারণা পাবেন শিক্ষার্থীরা। বিতর্ক শিখতে আগ্রহী অথচ কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছেন না অথবা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না এমন যে কেউ এই টিউটোরিয়ালগুলো থেকে প্রয়োজনীয় পরামর্শ পাবেন। বিতর্কের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ের কৌশলগুলো সম্পর্কে জানা যাবে এসব টিউটোরিয়াল থেকে। পাশাপাশি এ ভিডিওগুলো নিয়মিত বিতার্কিকদের দক্ষতা ঝালাই করে নিতেও সহায়ক হবে। শিক্ষণের যেকোনো পর্যায় থেকে এ টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবেন শিক্ষার্থীরা। দেশের ডিবেটিং ক্লাবগুলো তাদের নতুন ও পুরাতন সদস্যদের জন্য এই ভিডিওগুলো প্রশিক্ষণ সহায়ক হিসাবে ব্যবহার করতে পারবেন। বির্তক নিয়ে নিত্যনতুন কলাকৌশলের সাথে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে প্রতিমাসে নতুন নতুন ভিডিও যোগ করবে টেন মিনিট স্কুল।
বাংলা বিতর্ক বিভাগে সংসদীয় বির্তকের নিয়মাবলী তুলে ধরা হয়েছে। এ অংশে রয়েছে বিতর্কের প্রাথমিক বিষয়গুলোর পাশাপাশি দেহভঙ্গী থেকে শুরু করে বক্তৃতায় সংখ্যাগত তথ্যাদি কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কিত আলোচনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন