সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রূপালী ব্যাংকের ডিএমডি হাসনে আলম

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৮ আগস্ট রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হাসনে আলমকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। তিনি রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সাথে বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি সর্বশেষ প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম (ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৯ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ইন্ডিয়া, কানাডা ও ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন