স্পোর্টস রিপোর্টার : ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) পাইওনিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে কমিশনার সফিউদ্দিন স্মৃতি সংসদ ও মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার। গতকাল পল্টন ময়দানে সানিয়াত হাসানের দু’গোলের সুবাদে কমিশনার সফিউদ্দিন স্মৃতি সংসদ ২-১ গোলে হারায় মঞ্জু ফুটবল একাডেমীকে। মঞ্জু ফুটবল একাডেমীর হয়ে এক গোল শোধ দেন ফাহিম। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৩-১ গোলে হারায় এফসি ভ্যাম্পায়ার রিটার্নস ফুটবল একাডেমীকে। জয়ী দলের পাপন সিংহ দু’টি ও জহিরুল একটি গোল করেন। এফসি ভ্যাম্পায়ারের হয়ে এক গোল শোধ দেন সবুজ।
পাইওনিয়ার ফুটবল
স্পোর্টস রিপোর্টার : ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) পাইওনিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে কমিশনার সফিউদ্দিন স্মৃতি সংসদ ও মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার। গতকাল পল্টন ময়দানে সানিয়াত হাসানের দু’গোলের সুবাদে কমিশনার সফিউদ্দিন স্মৃতি সংসদ ২-১ গোলে হারায় মঞ্জু ফুটবল একাডেমীকে। মঞ্জু ফুটবল একাডেমীর হয়ে এক গোল শোধ দেন ফাহিম। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৩-১ গোলে হারায় এফসি ভ্যাম্পায়ার রিটার্নস ফুটবল একাডেমীকে। জয়ী দলের পাপন সিংহ দু’টি ও জহিরুল একটি গোল করেন। এফসি ভ্যাম্পায়ারের হয়ে এক গোল শোধ দেন সবুজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন