স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জয় যেন খুব স্বাভাবিক ঘটনা এখন! গেটাফেকে আধ ডজন গোলে ভাসিয়ে লা লিগায় টানা ১২ ম্যাচে জয় পেল বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকল লুইস এনরিকের দল।
ম্যাচের শুরুতেই গেটাফে পেল কিছুটা স্বস্তির খবর। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল লুইস সুয়ারেজকে। সেই স্বস্তি উবে গেল ম্যাচের ৮ মিনিটেই। হুয়ান রদ্রিগেজ নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন। ১১ মিনিটে আরেকটি ধাক্কা। বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। কিন্তু চলতি মৌসুমে বার্সার পেনাল্টি-দুর্ভাগ্য পিছু ছাড়ল না এই ম্যাচেও। আবারও পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি! তবে দিনটি নিজেদের করে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না গেটাফে। গেটাফের জালে গোল উৎসব শুরু করে দিলেন মেসি-নেইমাররা! ৫৭ মিনিটেই ৬-০ গোলে এগিয়ে গেল বার্সা। নেইমার করেছেন দুই গোল। মেসি, মুনির এল হাদ্দাদি ও আর্দা তুরানের গোল একটি করে। এই জয়ে লিগ শিরোপা জেতার পথে আরেকটু এগিয়ে গেল বার্সা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের।
গেতাফেকে বড় ব্যবধানে হারানো ম্যাচে লিওনেল মেসি, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তাদের পারফরম্যান্সে মুগ্ধ লুইস এনরিকে। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে নিজেদের মাঠ কাম্প নউয়ে গত শনিবার গেতাফেকে ৬-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘এটা অনন্য এক দল, বাকিদের চেয়ে আলাদা। মাঝে মাঝে মনে হয় প্রতিপক্ষের কিছুই করার নেই।’
গেতাফের বিপক্ষে লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ ও দানি আলভেসকে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। তবে তাদের পরিবর্তে যারা মাঠে নামেন, তারাও ভালো খেলেন। আর এটাই বার্সেলোনাকে এগিয়ে রাখে বলে মনে করেন এনরিকে, ‘এই পরিস্থিতিতে থাকাটা দারুণ আনন্দের। প্রত্যেকেই তাদের সুযোগ কাজে লাগাচ্ছে এবং দলকে কিছু দিচ্ছে।’
সুয়ারেজের পরিবর্তে এই ম্যাচে শুরুর একাদশে খেলতে নামেন মুনির এল হাদ্দাদি। লিগে এর আগের ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে শুরুর একাদশে খেলেন তিনি। দুটি ম্যাচেই গোল পাওয়া এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ এনরিকে, ‘গোল করা, রক্ষণের কাজ; সব কিছু নিয়ে মুনিরের দারুণ একটি ম্যাচ গেছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন