বাংলাদেশে ব্যবসায় বিনিয়োগের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী ১১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন। লন্ডন ভিত্তিক দেশ ফাউন্ডেশনের আয়োজনে ব্রিটিশ বাংলাদেশ ট্রেড ডেলিগেশন ২০১৬ প্রতিনিধি দলটি যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিমান ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে করণীয় নানা দিক তুলে ধরাসহ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। এছাড়াও প্রতিনিধি দলটি ঢাকার ব্রিটিশ হাইকমিশনে নিযুক্ত ট্রেড ও ইনভেস্টমেন্ট শাখার ডিরেক্টর রুজিনা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।-বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন