দালান জাহান
মরতে যখন হবেই
মরতে যখন হবেই, যুদ্ধ করে মর,
মগজে ভেদে মৃত্যুর হাসি-
ধরো ধরো হাতিয়ার ধরো।
শোকগুলো বুলেটের অগ্রে ঝুলিয়ে,
গদার আঘাতে চূর্ণ করো জঙ্গা,
বেয়েনেটের খোঁচায় খোঁচায় ভেঙে দাও-
রাক্ষুসী বাহিনীর...
মৃত্যুর চেয়ে আর বড় কি আছে ?
যে জীবন মৃত্যু করেছে রুদ্ধ,
শেষের পরে আর কি হবে শেষ ?
লড়ে যাও লড়ে যাও ঘাস-পাতা নদীর ঢেউ।
উল্লাস চলুক ট্রিগারে ট্রিগারে,
লাল হয়ে যাক নাফের সমস্ত জলরাশি,
শয়তানের শেষ রক্তবিন্দু চুষে,
ধ্বনিত হোক আরাকানের স্বাধীনতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন