অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) ২৫তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন ২০১৬-২০১৭ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। সভাপতি পদে মোঃ আব্দুল কাদের খান নির্বাচিত হয়েছেন। গতকাল এসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে স্যামসন এইচ সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদিত হয়।
এছাড়া ১ম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তসলিম উদ্দিন চৌধুরী, ২য় সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মতি, সহ-সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী এবং সহ-সভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত হয়েছেন হাসানুল করিম তমিজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন