শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মহিলা বিচ কাবাডি

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হচ্ছে ওয়ালটন বিচ মহিলা কাবাডি প্রতিযোগিতা। টুর্নামেন্টে চারটি ক্লাব অংশ নিচ্ছে। এগুলো হলো- আজাদ স্পোর্টিং ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি, মাতুয়াইল মিলন স্মৃতি সংঘ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে দলগুলো। সর্বোচ্চ পয়েন্টধারী ক্লাবটি চ্যাম্পিয়ন হবে। এ আসর থেকেই জাতীয় মহিলা দল বাছাই করা হবে। যারা সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়ান বিচ গেমসে খেলবে। গতকাল সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজ।
জয়যাত্রা ঢাকা মহানগরী টিটি
স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগ। এই লিগের প্রিমিয়ার বিভাগে দশটি পুরুষ দল, মহিলা বিভাগে সাতটি এবং প্রথম বিভাগে ২১টি দল অংশ নিচ্ছে। আজ বিকাল চারটায় পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি শামসুল আলম আনু ও লীগ কমিটির চেয়ারম্যান শেখ মো. জাহাঙ্গীর আলম। পুরুষ প্রিমিয়ার বিভাগে শেখ রাসেল ক্রীড়া চক্র, পাললিক গ্রæপ, শিশিরন, বিমান এবং অরুনীমার মতো দলগুলো খেলবে। অন্যদিকে মহিলা প্রিমিয়ার বিভাগে ঢাকা আবাহনী, ঢাকা ইয়াংস, জেবিএল ৭১ এবং সোহেল স্মৃতিসহ সাতটি দল খেলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন