চট্টগ্রাম ব্যুরো : ১০টি দলের অংশগ্রহণে সিডিএফএ অনুর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লীগ আগামীকাল থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এবারের লীগে স্পন্সর হচ্ছেন আলোর ঠিকানা লিমিটেড। উদ্বোধনী দিনে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয় ক্লাব খেলবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির (সাদা) বিরুদ্ধে। বিকেল ৪টায় লীগের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মন্নান। সিডিএফএ কার্যালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এ তথ্য জানান। কিশোর ফুটবল লীগের এটি দ্বিতীয় আয়োজন। সিডিএফএ’র তালিকাভুক্ত ১০টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- মাদারবাড়ি শোভনীয় ক্লাব, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, আলোর ঠিকানা, চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা), কল্লোল সংঘ, চট্টগ্রাম ওয়াসা, ব্রাদার্স ইউনিয়ন, আগ্রাবাদ নওজোয়ান (গ্রীন) ও আবদুস সোবহান ফুটবল দল। দলগুলোকে দুইটি গ্রæপে ভাগ করা হয়। গ্রæপ পর্বের ২০টি খেলা শেষে দু’টি গ্রæপ থেকে শীর্ষস্থানীয় চারটি দল সুপার ফোর খেলবে। এরপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হবে। লীগের বাজেট আড়াই লাখ টাকার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান দিচ্ছে ২ লাখ টাকা। সাংবাদিক সম্মেলনে সিডিএফএ’র ভাইস প্রেসিডেন্ট এসএম শহীদুল ইসলাম, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও নির্বাহী সদস্য আবুল হাসেম বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন