মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

ফজল শাহাবুদ্দীনের কবিতা

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিমগ্ন একজন

তোমারি ক্লান্তির মধ্যে আবর্তিত চেনো কি আমাকে
সমুদ্রের ব্যাপ্তি আমি অরণ্যের চির আন্দোলন
আমার অস্থির গানে উচ্ছ¡সিত তোমার কঙ্কন-
ধ্বনিত তোমার রক্ত বারংবার আমারি বৈশাখে।
গোপন আর্তির মতো তুমি এক নিঃসঙ্গ কিঙ্কিনী
তোমার সৌরভে নিত্য মগ্ন আমি অন্ধ ও মাতাল
ধর্ম কর্ম স্বর্গ মর্ত মৃত্যুঞ্জয়ী তুমি মহাকাল
তবুও আশ্চর্য শোনো সেইদিন তোমারে চিনিনি।

সমাজ সংসার জানি মিছে সব শুধু তুমি একা
আনন্দে নৈরাশ্যে এসে ইন্দ্রিয়ের খোলো শত দ্বার
অযুত শিখায় জ্বালো অন্তহীন প্রদীপ আমারÑ
আমার অস্তিত্বে তুমি বাসনার দীপ্ত প্রহেলিকা।
আমার চৈতন্যে এসো আলিঙ্গনে ছিন্ন ভিন্ন পথে
সয়ম্ভূ ইচ্ছার ক্লান্তি দীপ্ত হোক হৃদয় সৈকতে।

ধুলোর সংসার

সমুদ্র অরণ্য নদী আদিগন্ত পৃথিবী অপার
আমি তাকে ভালোবাসি মনে হয় আমার হৃদয়
বিজন ইচ্ছার মতো আবর্তিত সকল সময়
যেখানে প্রকৃতি জুড়ে মানুষের ধুলোর সংসার।
রোগ মৃত্যু জড়া শঙ্কাকুল বিচ্ছেদ করুণ
যদিওবা ঘূর্ণি আনে মানুষের শান্তির কুটীরে
এবং বিদ্বেষ ঘৃণা নিজেকেই টানে ছিঁড়ে ছিঁড়ে
তবুও প্রেমের হাওয়ায় কম্পিত সবুজ তরুণ।

আমি ভালোবাসি ছায়ার প্রান্তর এই ঘাস চিতা
হেমন্ত হলুদ শস্য শ্রাবণের অন্ধকারে ঝড়
এবং চৈত্রের মাঠে তরঙ্গিত রৌদ্রের প্রখর
ভালোবাসি পাপ পুণ্য ¯েœহ কাম গৃহিণী পতিতা।
আমার হৃদয়ে কাঁপে আদিগন্ত পৃথিবী অপার
উত্থানে পতনে নিত্য মানুষের ধুলোর সংসার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন