বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মা মফস্বলের আলো

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


প ত্র প ত্রি কা

সম্পাদক : মো: আশরাফ উদ্দিন

মানুষের কাছে মায়ের গুরুত্ব সর্বকালেই অপরিহার্য। মা’র ভেতর থেকে বের হয়ে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠতম আলোগুলো, যা দার্শনিক সাহিত্যেক, বিজ্ঞানী, ধার্মিক ইত্যাদি হিসেবে খ্যাত। মাকে হৃদয়ঙ্গম করতে হলে ‘মা’ সংখ্যাটি পাঠ আবশ্যক। সূদুর মফস্বল থেকে প্রেসমুক্ত এই ছোট সংখ্যাটি মায়ের গুরুত্ব পাঠকদের কাছে তোলে ধরতে চেষ্টা করেছে। কবি তালিকায় সর্ব প্রথমে আছেন মরহুম কবি শামসুদ্দীন আহমদ। মাকে নিয়ে ছোট গদ্যের সঙ্গে অনেকের কবিতা। এছাড়াও রয়েছে মাকে নিয়ে একটি অনুবাদ। সংখ্যাটি শোভন। এটি মফস্বলের আলো। পরবর্তীতে আরও উত্তরণ কাম্য।
প্রকাশকাল ২০১৭
প্রকাশনায় : কোট চাঁদপুর সাহিত্য পরিষদ
মূদ্রণ : শাফলা অফসেট প্রেস. কোট চাঁদপুর, ঝিনাইদহ
শাহীন হোসাইন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন