স্টাফ রিপোর্টার ঃ সাগরপাড়ের রয়েল টিউলিপ রিসোর্ট অ্যান্ড স্পা’তে অবকাশ যাপনে বিশেষ ছাড় দিয়েছে রবি। মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহকরা ধন্যবাদ কর্মসূচির আওতায় অবকাশ যাপানের সময় এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহকদের এই সুযোগ দিতে সম্প্রতি একটি চুক্তি সই করেছে অপারেটরটি। এ বিষয়ক চুক্তিটি সই করেন রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও রয়েল টিউলিপের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ডিরেক্টর অমিত রাজদান। এসময় রয়েল টিউলিপের এক্সিকিউটিভ সেলস মিজানুর ও রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় রবি গ্রাহকরা রয়েল টিউলিপে রুম ট্যারিফের ক্ষেত্রে ৪৫ শতাংশ ও ফুড অ্যান্ড বেভারেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি শুধু কক্সবাজারের ইনানী বিচে’র রয়াল টিউলিপ রিসোর্টস অ্যান্ড স্পা’তে পাওয়া যাবে। ‘সিএটি’ (ঈঅঞ) লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজেদের অবস্থান জানতে পারবেন রবি গ্রাহকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন