শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুঁজিবাদ অধ্যয়ন কর, মার্কসবাদ বিচ্যুত নয়

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কমিউনিস্ট পার্টির সদস্যদের সমসাময়িক পুঁজিবাদ নিয়ে অধ্যয়ন করা উচিত, কিন্তু কখনোই মার্কসবাদ থেকে বিচ্যুত হয়ে নয়। পার্টি কংগ্রেস শুরুর কয়েকদিন আগে এই মন্তব্যের মাধ্যমে শি রাষ্ট্র পরিচালনায় কমিউনিস্ট পার্টির কর্তৃত্ব শিথিল হবে না এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, পাঁচ বছর আগে শি দায়িত্ব গ্রহণের পর সুশীল সমাজকে কঠোর নিয়ন্ত্রণে রাখা চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এখন পর্যন্ত তেমন কোনো প্রতিবন্ধকতার মুখে পড়েনি। ইন্টারনেট, গণমাধ্যম ও নিরাপত্তা অবকাঠামোগুলো নিয়ন্ত্রণে মুঠো আরও শক্ত করেছে কমিউনিস্ট পার্টি; কারাগারে পুরেছে ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের। গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, পার্টির অন্যতম শীর্ষ পরিচালনা পরিষদ পলিটব্যুরোর অধ্যয়ন আলোচনায় শি সময়ের পরিবর্তন ও সামাজিক অগ্রযাত্রা সত্তে¡ও মার্কসবাদের মৌলিক বিষয়গুলো অক্ষুণœ রয়ে গেছে বলে মন্তব্য করেন। আমরা যদি মার্কসবাদ থেকে বিচ্যুত হই কিংবা দূরে সরে যাই তাহলে আমাদের পার্টি তার আত্মা এবং পথ হারাবে। মার্কসবাদের পথে মৌলিক সমস্যা নিরসনে আমাদের দৃঢ়তা বজায় রাখতে হবে; কোনো অবস্থা বা পরিস্থিতিতে দোদুল্যমান হওয়া চলবে না, বলেন তিনি। অন্যান্য সভ্যতার সাফল্য থেকে শিক্ষা নিয়ে চীনের বাস্তবতার সঙ্গে মার্কসবাদের মৌলিক বিষয়সমূহকে মেলানোর ওপরও গুরুত্বারোপ করেন চীনা কমিউনিস্ট পার্টির এই সাধারণ সম্পাদক। শি পার্টি সদস্যদের সমসাময়িক পুঁজিবাদ, এর সারমর্ম ও ধরন সম্পর্কে অধ্যয়নেরও অনুরোধ জানান বলে জানিয়েছে সিনহুয়া। ৭০-এর দশকের শেষদিকে ঐতিহাসিক সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে অর্থনীতির খোল নলচে বদলে ফেলা চীন পাঁচ দশকের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ব্যক্তিখাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা ও উৎসাহ দেওয়া হলেও রাষ্ট্রীয় খাতগুলোই এখনো দেশটির প্রবৃদ্ধি ও বিনিয়োগের মূল চালিকাশক্তি। সিনহুয়া, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন