চট্টগ্রাম ব্যুরো : আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাদার্ন বিশ্ববিদ্যালয় ৩৫ রানের ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে। টসে জিতে সাদার্ন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে চ্যালেঞ্জিং স্কোর প্রতিপক্ষ দলকে ছুঁড়ে দেয়। এ স্কোর টপকাতে গিয়ে প্রিমিয়ার ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে। তাদের সাব্বির ৫২ রান করেও পরাজয় এড়াতে পারেনি। খেলায় ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পেয়েছে কামরুল ইসলাম (সাদার্ন)। সে ২৩ রান দিয়ে দু’টি উইকেট লাভ করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় চট্টগ্রাম ও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন