সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন : আটক ১

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার মাঝিপাড়ায় মনি কুমার বিশ্বাস নামে এক স্কুলশিক্ষককে গাছে বেঁধে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবককে সিমেন্টের পাল্লার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতে দুটি স্থানেই অভিযুক্ত দুই জনকে আটক করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট:
নড়াইল জেলা সংবাদদাতা : চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার মাঝিপাড়ায় মনি কুমার বিশ্বাস নামে এক স্কুলশিক্ষককে গাছে বেঁধে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া ইউপি সদস্যসহ ছয় জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের পর স্কুল শিক্ষককে চিকিৎসা করতে না দিয়ে দুর্বৃত্তরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে মনি কুমারকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বিবরণে ও স্কুল শিক্ষকের পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে বেশ কিছুদিন যাবত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো লাহুড়িয়া ইউপি মেম্বার আকবর হোসেনসহ তার অনুসারীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর রাতে লাহুড়িয়ার মনিরুল মোল্যার বাড়ির পুকুরপাড়ে গাছে বেঁধে মনি কুমারকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় চিহিৃত দুর্বৃত্তদের ৫০ হাজার টাকা দেন মনি কুমারের পরিবার। পরবর্তীতে আরো সাড়ে ৪ লাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অভিযুক্তরা। এ ব্যাপারে অভিযুক্তরা বলেন, ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্যক্তকরণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে মারধর করা হয়নি। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে মনি কুমারের স্ত্রী বাদী হয়ে ৬জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে রবিউল মোল্যাকে (৪৫) শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।
চুরির অপবাদে রূপগঞ্জে যুবককে পাল্লায় বেঁধে নির্যাতন: আটক ১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবককে সিমেন্টের পাল্লার সঙ্গে বেঁধে রেখে বেধরক লাঠিপেটা করে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুর উদ্দিন নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় ঘটে এ ঘটনা।
নির্যাতনের শিকার ইকবাল হোসেন মঙ্গলখালী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া গ্রেফতারকৃত নুর উদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মধ্যম সুন্দরপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে। নুর উদ্দিন মঙ্গলখালী এলাকায় বসবাস করে অটোরিকশা গ্যারেজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
নির্যাতনের শিকার ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতের যেকোন সময় কে বা কারা নুর উদ্দিনের অটোরিকশা গ্যারেজ থেকে রিকশার ব্যাটারি, গ্যাংনিং মেশিন ও বৈদ্যুতিক তার চুরি করে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ইকবাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে নুর উদ্দিন। এরপর চুরির অপবাদ দেয়া হয় ইকবাল হোসেনকে। এক পর্যায়ে মুড়াপাড়া-ভুলতা সড়কের পাশে মঙ্গলখালী এলাকায় একটি ঘরের সিমেন্টের পাল্লার সঙ্গে দড়ি দিয়ে পা ও কোমড় বেঁধে ফেলা হয় তাকে। এসময় নুর উদ্দিনসহ তার লোকজন ইকবাল হোসেনকে বেধরক লাঠিপেটা করে নির্যাতন চালায়। বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেও ইকবালকে ছাড় দেয়া হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নির্যাতিত ইকবাল হোসেন উদ্ধার করে এবং অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেফতার করে।
এ ব্যপারে অভিযুক্ত নুর উদ্দিন জানান, ইকবাল হোসেন একজন মাদকসেবী। এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত ছিলো। তার গ্যারেজে ইকবালই চুরি করেছে, এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বেঁধে মারধর করা হয়েছে। এছাড়া পুলিশে দিলে আদালত থেকে ছাড়া পেয়ে যায় অতি সহজে, তাই নিজের হাতেই শাস্তি দেয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কোন অভিযোগ থাকলে সেটা থানা পুলিশ দেখবে। এভাবে বেঁধে রেখে নির্যাতন করা কঠোর অন্যায়। গ্রেফতারকৃত নুর উদ্দিনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন