শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শিলাসহ ক্রীড়াবিদদের সংবর্ধনা দিলো নৌবাহিনী

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসের সাঁতার ডিসিপ্লিনে দেশের হয়ে দুই স্বর্ণপদক জয়ী কৃতি মহিলা সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও অন্যান্য ডিসিপ্লিনে নিজেদের পদক জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিলো বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার নৌ- সদরস্থ সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ১২তম এসএ গেমসে অংশগ্রহণকারী নৌবাহিনীর কৃতি খেলোয়াড়দের অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ এ সংবর্ধনা প্রদান করেন। গেমসে বাংলাদেশের জয় করা চার স্বর্ণপদকের মধ্যে দু’টি এসেছে নৌবাহিনীর সদস্য শিলার হাত ধরে। শুধু তাই নয় গৌহাটি-শিলং এসএ গেমসে দেশের হয়ে আরো ১৪ টি ব্রোঞ্জপদক জেতেন নৌবাহিনীর ক্রীড়াবিদরা। এবারের এসএ গেমসে নৌবাহিনীর ৩৯ জন ক্রীড়াবিদ এবং পাঁচজন কর্মকর্তা অংশ নেন। ক্রীড়াবিদরা সাঁতার, এ্যাথলেটিক্স, হকি, ফুটবল, ভলিবল, বাস্কেটবল এবং কাবাডি ডিসিপ্লিনে আংশ নিয়ে সাফল্য পান। দুই স্বর্ণপদক জয়ী নৌবাহিনীর কৃতি সাঁতারু মাহফুজা খাতুন শিলা ৫০ এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড গড়েন। পাশাপাশি তিনি দলগত ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জয় করেন। যার স্বীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এসএ গেমসে সাফল্যের পাশাপাশি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনকারী নৌবাহিনী দলের সাঁতারুদের পুরস্কৃত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অসামান্য এ কৃতিত্বের জন্য নৌবাহিনীর সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ দেন। স্বল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীর অর্জিত এই ধারাবাহিক সাফল্যকে ক্রীড়াক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে নৌবাহিনীর খেলোয়াড়দের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে আরও বেশী সমৃদ্ধ করেছে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে নৌবাহিনীকে নিয়ে গিয়েছে নতুন এক উচ্চতায় যা দেশবাসীর নিকট নৌবাহিনীর সাফল্যের প্রত্যাশার মাত্রাকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে।’ সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো নিষ্ঠা, পরিশ্রম ও কঠোর অনুশীলনের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক আসরে দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনার ব্যাপারে তিনি সকল ক্রীড়াবিদকে দিক-নিদের্শনা দেন ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং উর্ধ¦তন নৌকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন