রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জাতীয় মজুরি কমিশন ঘোষণা বাস্তবায়নের দাবি শ্রমিক-কর্মচারীদের

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর সুপারিশ অনুযায়ী মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। অন্যথায় প্রতিনিধি সভা করে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেছেন পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল, স্টিল, সুগার ও বন শিল্প করপোরেশনের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত এই পরিষদ গতকাল রাজধানীর স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের আহব্বায়ক খান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের যুগ্ম আহŸায়ক এম কামাল উদ্দিন ও আব্দুল কুদ্দুস, সদস্য শেখ নুরুল হাদী প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর সুপারিশ অনুযায়ী ওই বছরের ১ জুলাই থেকে মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মানববন্ধনসহ সংশ্লিষ্ট দপ্তরে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে কঠোর কর্মসূচি আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন