আল কোরআন
আল্লাহ সর্বজ্ঞ, সবই তার আজ্ঞাধীন
পূর্ব ও পশ্চিম আল্লাহরই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। তার বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি তো এসব কিছু থেকে পবিত্র। বরং নভোমন্ডল ও ভ‚মন্ডলে যা কিছু রয়েছে, সবই তার আজ্ঞাধীন।
-সূরা আল বাকারাহ : আয়াত ১১৫-১১৬
হালাল উপার্জনের গুরুত্ব
বৈধ ও হালাল জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর নিকট উঠানো হয় না।-সহীহ আল বুখারী : হাদীস ৬৯৯৩
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন