রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

মসনবী শরীফ

ধা রা বা হি ক

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান


১১০. স্বাগত হে মহাসাধক, প্রিয়ভাজন হে আল্লা’র
তোমায় ছাড়া আমার মরণ, ভ‚বনটাই অন্ধকার।

১১১. রহস্যময় সব আঁধারের তুমি আলোক, ভাষ্যকার
কর্দমে যার আটকেছে পা’ তুমি শরণ-সহায় তার।

১১২. অভিভাবক তুমি জাতির, নেতা! তোমায় চায়না যেই
তওবা যদি না করে সে, অবশ্য তার রক্ষে নেই।

১১৩. সাঙ্গ করে কার্য রাজা ভোজসভা ও দরবারের
অন্তপুরে নিয়ে গেলেন হস্তধরে দরবেশের।

১১৪. একে একে বলেন রাজা বাঁদির হালত নিজ মুখে
অবশেষে হাকিম কে তার বেিসয় দিলেন সম্মুখে।

১১৫. শুনেন হাকিম মন লাগিয়ে সকল উপসর্গ আর
রঙ চেহারা, পেশাবাদি, নাড়ির গতি দেখেন তার।

১১৬. বলেন, ওসব চিকিৎসকের ওষুধ গেছে রসাতল
লাভ কিছুই হয়নি তাতে, ফলছে বরং উল্টো ফল।

১১৭. বুঝতে তারা পারেনি এই দাসীর হালত অন্তরের
মুক্তি মাগি ইলাজ থেকে এমন নাদান ভিষকদের।

১১৮. বিজ্ঞ হাকিম ধরতে পারেন সত্যিকারের রোগটি এর
তবু তিনি রাখেন গোপন, নিকট থেকে সুলতানের।

১১৯. অ¤øপিত্ত রোগ এতো নয়, বৃথা এলাজ তার খোঁজা
জ্বালানী কাঠ কোন্্ জাতীয়Ñ ধূম্র থেকেই যায় বোঝা।

১২০. বুঝেন হাকিম ধরণ দেখে বুক ফাটা এ ক্রন্দনের
এই যে পীড়া নয় শারীরিক, এই পীড়া তার অন্তরের।

১২১. ক্রন্দনেই মূর্ত্ত হয়ে উঠছে প্রেমের আর্তি তার
মনের রোগের চেয়ে কঠিন রোগ কোথাও নেই যে আর।

১২২. অন্য ব্যারাম-পীড়া থেকে প্রেম-ব্যারামের ভিন্নরূপ
খোদার লীলাখেলা দেখার প্রেমই মহাটেলিস্কোপ।

১২৩. এদিক কি বা ওদিক থেকে, হোক যেদিকেই প্রেম শুরু
অবশেষে ওই দিকেই পৌঁছিয়ে দেয় প্রেম-গুরু।

১২৪. যতই করি প্রেমের বাখান যখন আসি নিকট তার
লজ্জাবতী লতার লাজে নেতিয়ে পড়ে শির আমার।

১২৫. সব কিছুই বয়ান করে, ব্যাখ্যা করে প্রেম-ভাষা
ভাষা বিহীন হলেই তখন প্রেমকে বোঝা যায় খাসা।

১২৬. এতোক্ষণ তো কলম আমার লিখছিলো যা ভাবছি তাই
প্রেমের কথা লিখতে গিয়ে ভেঙে গেল কলমটাই।

১২৭. প্রেমের বাখান করতে গিয়ে গাধার মতো জ্ঞান আমার
আটকে গেল কর্দমেতে, প্রেমই প্রেমের ব্যাখ্যাকার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন