শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকার বাইরে গিয়ে শুটিং করলেন এটিএম শামসুজ্জামান

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অসুস্থতা ও বয়সের কারণে অভিনয় কমিয়ে দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুটিং ঢাকার বাইরে হলে একদমই করেন না। তবে চলচ্চিত্রের এই অভিনেতা যখনই মনের মতো চরিত্র পান লোভ সামলাতে পারেন না। সব উপেক্ষা করে রাজি হয়ে যান। সোহেল আরমানের লেখা ‘ভ্রমর’র গল্প পছন্দ হওয়ায় সিলেটের জৈন্তাপুরে গিয়ে তিনি অভিনয় করেছেন। চরিত্রের টানে সেখানে শুটিং করতে চলে গেছেন। এটিএম শামসুজ্জামান বলেন, ‘আমাদের আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান সোহেল আরমান। তার গল্প, গল্প বলার ধরন, নির্মাণশৈলী আমার দারুণ পছন্দ হয়েছে। তাই সিলেটে এসে কষ্ট করে কাজটি করছি। সবমিলিয়ে কাজ এবং সিলেটের পরিবেশ ভীষণ উপভোগ করছি। ভ্রমর দর্শকের ভালোলাগার মতো একটি চলচ্চিত্র হবে।’ এদিকে সময় ও মনের মতো চরিত্র পেলে তিনি চলচ্চিত্রে অভিনয় করতে ছাড়েন না। ইতোমধ্যে এসএ হক অলিকের এক পৃথিীব প্রেম সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ অভিনয় করেছেন হাবিবুল ইসলামের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে। এর পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। তার অভিনীত ও মীর সাব্বির পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘নোয়াশাল’ নিয়মিত অভিনয় করছেন। নাটকটি আরটিভিতে প্রচার হচ্ছে। এদিকে প্রায়ই শোনা যায় তিনি মারা গেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমারও জানতে ইচ্ছে করে কারা এমন গুজব ছড়ান, কেন ছড়ান। একজন মানুষকে নিয়ে এমন মজার কোন অর্থ আছে কী না জানা নেই। আল্লাহ যাকে যতোদিন হায়াত দিবেন তিনি ততোদিনই বাঁচবেন। কারণ তিনিই তো এই দিন দুনিয়ার মালিক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন