শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আনোয়ারা বাহার চৌধুরীকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক কর্মী আনোয়ারা বাহার চৌধুরীকে নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শন করলো ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত সোমবার ইউল্যাব অডিটরিয়ামে প্রদর্শিত হলো তথ্যচিত্রটি। সামির কুশারির চিত্রগ্রহণে তথ্যচিত্রটির ধারণা, বর্ণনা এবং প্রযোজনা করেন ইকবাল বাহার চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক ডা. আনিসুজ্জামান উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তথ্যচিত্র প্রদর্শনীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন। নারী জাগরণে ১৯৯০ সালের দিকে সোচ্চার ভ‚মিকা পালন করেন আনোয়ার বাহার চৌধুরী। তিনি ঢাকায় ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া ১৯৬১ সালে তিনি ইরান ও ইরাকে এবং ১০৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনী, পাঠ্যবই, শিশুদের বই ও কবিতাসহ অনেক বইয়ের লেখক আনোয়ারা বাহার চৌধুরী। কবিতা লেখাতেও ছিল তার পারদর্শিতা। মানুষের জন্য তার অসংখ্য অবদানের মধ্যে উল্লেখযোগ্য অবদান ছিল তার স্বামী হাবিবুল্লাহ বাহারের নামে ১৯৬৯ সালে কলেজ প্রতিষ্ঠা করা। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১৯৮৭ সালের ২৭ অক্টোবর আনোয়ারা বাহার চৌধুরী মৃত্যুবরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন