বিনোদন ডেস্ক : ওয়াকিল আহমেদের নির্মাণাধীন ‘কত স্বপ্ন কত আশা’ সিনেমার একটি গানে একসঙ্গে প্লেব্যাক করলেন মনির খান ও ন্যানসি। ভালোবেসে কেনো মনে হয়/প্রথম থেকে ভালোবাসি আবার-এমান কথার গানটি লিখেছেন মুন্সী ওয়াদুদ। সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গতকাল রাজধানীর ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। মনির খান ও ন্যানসির যৌথ প্লেব্যাকে গাওয়া গান বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছে। তাদের অসাধারণ কণ্ঠে দর্শক মুগ্ধ হয়েছেন। বিষয়টি মাথায় রেখেই পরিচালক এই দুই গুণী শিল্পীকে দিয়ে গান করেছেন। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও পরীমণি। সিনেমাটির ৬০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রোমান্টিক গল্পের সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালক ওয়াকিল আহমেদ নিজেই লিখেছেন। এতে ভিলেন থাকছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া আরো অভিনয় করছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন