বিনোদন ডেস্ক : এক সময়ের অশ্লীল সিনেমার নায়িকা ময়ূরী, মুনমুনদের পদাঙ্ক অনুসরণ করে অল্প সময়ে আলোচনায় আসার ইচ্ছা পূরণ করেছেন আইটেম গার্ল হিসেবে পরিচিত বিপাশা কবির। আইটেম গানে তার খোলামেলা উপস্থিতি একশ্রেণীর দর্শক লুফেও নিয়েছে। ফলে বিগত তিন বছরে একশ্রেণীর নির্মাতার কাছে আইটেম গান মানেই বিপাশা কবির অপরিহার্য হয়ে উঠেন। অল্প সময়েই প্রায় অর্ধশতাধিক সিনেমায় আইটেম গানে পারফরম করেন। তবে আইটেম গার্ল-এর তকমা মুছতে তিনি নায়িকা হওয়ার জন্য উঠেপড়ে লাগেন। অবশেষে সফলও হন। সায়মন তারিক তাকে নায়িকা করে গুÐামি সিনেমাটি নির্মাণ করেন। গত সপ্তাহে এটি মুক্তি পায়। এতে নায়িকা বিপাশার আশা পূরণ হয়নি। সিনেমাটি ব্যবসায়িকভাবে মার খেয়েছে। ফলে বিপাশার নায়িকা হওয়ার বাসনাটির আপাতত অপমৃত্যু হয়েছে বলে বলা যায়। এখন দেখার বিষয়, বিপাশা কী করেন। আগের আইটেম গার্ল-এ ফিরে যাবেন, নাকি নায়িকা হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। উল্লেখ্য, আইটেম গার্ল থেকে নায়িকা হওয়ার ঘটনা আমাদের দেশে খুব কমই ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন