শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির সাবেক এমপি আব্দুল ওহাবের ৮ বছরের জেল

শৈলকুপায় আজ অর্ধদিবস হরতাল

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনরে (দুদক) দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওহাবের বিরুদ্ধে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও জ্ঞাত আয় বর্হিভূত ৯৩ লাখ ৩৭৮ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।
এ সময় তাকে ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদন্ড প্রদান করে। যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা সোমবার সকালে এ আদেশ দেন। এদিকে এ রায়কে অবৈধ দাবি করে শৈলকুপা উপজেলা বিএনপি আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা বেলা ১২টা পর্যন্ত উপজেলাব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে। রায় ঘোষণার পর যশোর প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনে এ হরতালের ঘোষণা দিয়ে শৈলকুপা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, নিম্ন আদালতে তারা ন্যায়বিচার পাননি। ফলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। আব্দুল ওহাব একাধিকবার ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য। তিনি শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে বর্তমান দায়িত্বরত। আব্দুল ওহাবের আইনজীবী এড শরিফুল ইসলাম বলেন, আমরা ন্যায় বিচার পায়নি, দ্রুত কাগজপত্র তুলে উচ্চ আদালতে আপিল করবো। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুর রহমান জানান, তারা ন্যায় বিচার পেয়েছেন। মামলার রায়ে তারা সন্তুষ্ট।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর একই আদালতে দুর্নীতি দমন কমিশনরে (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মসিউর রহমানের বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও জ্ঞাত আয় বর্হিভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের রায় দেন। একই সাথে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন