শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত -মির্জা ফখরুল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১:১৬ পিএম | আপডেট : ৫:৪২ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭

হামলা, বাধা আর প্রতিকূলতা উপেক্ষা করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করেছেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তিনি মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা থেকে উখিয়া যাওয়ার পথে কোথাও কোন বক্তব্য দেননি। আমাদের কোন রাজনৈতিক কর্মসূচিও ছিল না। তার পরও গত চারদিনে তার গাড়ি বহরকে ঘিরে লাখে জনতার ঢল নামে। তিনি যে পথে গেছেন সে পথে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এতে আবারও প্রমাণ হয়েছে এদেশে বিএনপিই এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেত্রী। এত জুলুম নির্যাতন, হামলা, হামলা গুম খুনের পরও জনগণের হৃদয় থেকে বিএনপি এবং খালেদা জিয়াকে মুছে ফেলা যায়নি। বরং দেশে গণতন্ত্রহীনতার কারণে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। জনগণ বেগম জিয়াকে তাদের আস্থার প্রতীক মনে করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ন্যক্কারজনক হামলার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তা দুঃখজনক। আমরা আশা করেছিলাম তিনি ওই হামলার নিন্দা জানাবেন, যারা ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনবেন। কিন্তু তিনি না করে বরং ঘটনা ধামাচাপা দিতে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে জনগণ এখন অনেক সচেতন, তারা প্রকৃত ঘটনা জানে। হামলাকারী কারা তাদের নাম ছবি মিডিয়ায় এসেছে জানিয়ে তিনি বলেন, সরকারি দলের ক্যাডাররাই এ হামলা করেছে। তবে এতে আমরা ভীত নই, সন্ত্রাসীদের কাজ সন্ত্রাস করা। আগামী দিনে জনগণ তাদের প্রতিহত করবে। বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে সকল জুলুম অত্যাচারের জবাব দেওয়া হবে। এসময় বিএনপির স্থায়ীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়াপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন