চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রামের নেতারা যোগ দিয়েছেন। চট্টগ্রাম অঞ্চলে দলের সাংগঠনিক অবস্থা এবং আগামী নির্বাচন ও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসের দ্বিতীয় তলায় দলের চেয়ারপার্সনের সাথে বৈঠকে বসেন নেতারা। তার আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে সড়ক পথে বেগম খালেদা জিয়ার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সার্কিট হাউস এলাকায় হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন সকাল থেকে। সোমবার রাতে তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে আসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন