৩ ও ৪ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বছরের সবচেয়ে বড় ফ্যাশন অনুষ্ঠান ‘এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’- এর আয়োজন করতে যাচ্ছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। খাদি কাপড়ের হৃত গৌরব ও দেশীয় ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বছর অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি এবং ৭ জন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করবেন।বাংলাদেশি ডিজাইনাররা হলেন: মাহিন খাঁন, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুক আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্। আন্তর্জাতিক ডিজাইনাররা হলেন: রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলঙ্কা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মন্ডল (ভারত)। এছাড়া আগামী ১০ ও ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া কনভেনশন সেন্টারে একটি দুই দিনব্যাপী খাদি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে প্রদর্শিতব্য বস্ত্র বিক্রি করা হবে। ফ্যাশন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ট্রেসেমে। আয়োজনে সহায়তায় আছে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। সার্বিক সহায়তা দিচ্ছে বেঙ্গল গ্রুপ, আইপিএবি ও সেনোরা। এছাড়াও, এ ফ্যাশন অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার হিসেবে আছে মাইক্রোসফট এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন (টিভি), রেডিও স্বাধীন (রেডিও), ক্যানভাস (ম্যাগাজিন) এবং ফোরথট পিআর (জনসংযোগ)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন