রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

পরিবারের তিন সদস্য নিয়ে গঠিত হয়েছে ম্যাড থেটার

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পরিবারের সদস্য সংখ্যা তিন। স্বামী, স্ত্রী আর তাদের কন্যা। এই তিনজন মিলেই গঠিত হয়েছে নাট্যদল ম্যাড থেটার। একটি পরিবার নিয়ে একটি থিয়েটার- এই ধারণার নাট্যদল এই প্রথম গঠিত হয়েছে। পরিবার ও এর বাইরের সদস্য নিয়ে অনেকেই থিয়েটার দল গঠন করেছে। তবে শুধু পরিবারের সদস্যদের নিয়ে নাট্যদল গঠনের নজির আর নেই। নাট্যকার আসাদুল ইসলাম, তার স্ত্রী সোনিয়া হাসান এবং কন্যা মেঘদূতকে নিয়ে গঠিত হয়েছে এই ম্যাড থেটার। তাদের প্রথম প্রযোজনা নদ্দিউ নতিম। এ নাটকের চরিত্রের সংখ্যা ৩টি। ৩টি চরিত্রে তারাই অভিনয় করেছেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ নদ্দিউ নতিম। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ। সেট ও লাইট ফয়েজ জহির। পোশাক পরিকল্পনায় আছেন সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। নাটকটি আজ শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে। গত বছর ৩০ অক্টোবর নদ্দিউ নতিম নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আজ নাটকটির ৩য় প্রদর্শনী হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন