রাজধানীর পল্লবীর একটি বাড়ির নিচ তলায় রান্না ঘরে গ্যাস বিস্ফোরণে অগ্নিকান্ডে তনয় দত্ত (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেন বলেন, পল্লবী ব্র্যাক ব্যাংকের গলির একটি ভবনের নিচ তলায় অগ্নিকান্ডের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, লাইনে লিকে থেকে রান্না ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ভবনের কেয়ারটেকার তনয় দত্ত গুরুত্বর দগ্ধ হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় তনয় নামে এক যুবককে বার্ন ইউনিটে ভর্তি করে। আগুনে তনয় দত্তের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন