ইরান-ইরাক সীমান্তে প্রচন্ড শক্তিশালী ভূমিকম্পে গত সোমবার ইরানে নিহতের সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে। সহায় সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গত রোববার রাতে আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পে অন্তত আরো ২ হাজার ৫৩০ জন আহত হয়েছে। এর আগে বলা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগটিতে ২০৭ জন মারা গেছে ও ১ হাজার ৭০০ জন আহত হয়েছে। এএফপি। অপর এক খবরে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি, ভবন ধসে যাওয়ায় তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দ্বিতীয় রাত পার করল। গত রোববার রাতের এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি প্রদেশে কেরমানশাহে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার। এ প্রদেশে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধারাভিযান এক পর্যায়ে শেষ হলেও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে চেষ্টা এখনো চলছে। গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করবেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রকৃত চিত্র উদঘাটনে নিজ নিজ সূত্রের ওপর ভরসা করতে হচ্ছে গণমাধ্যমকে। এ ভূমিকম্পে ইরাকের অংশে নয়জন মারা গেছে এবং আহত হয়েছে কয়েক শত মানুষ। বিবিসি অনলাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন