বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ লাখে পৌঁছেছে বলে তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক জানিয়েছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে এখন দশ লাখ শরণার্থী অবস্থান করছে। বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আরও বলেছেন, তুরস্ক রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এর ফলে অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। মিয়ানমার সরকার রাখাইনে সহিংসতা বন্ধের দাবি করলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সেখানে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন অব্যাহত রয়েছে। সূত্র : পার্স টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন