শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ টেলিফিল্ম ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এনটিভিতে আজ দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা, মেহজাবিন, কায়েস চৌধুরী, মিলি বাশার, আনন্দ খালিদ প্রমুখ। ‘অয়ন আগের সবকিছু ভুলে আবার নিজের জীবন গুছিয়ে নেয়। এয়ারপোর্ট, বাসা, মা আর বন্ধুদের নিয়ে তার জীবন চলতে থাকে। বন্ধুর সাথে গাজীপুরের এক রিসোর্টে বেড়াতে গিয়ে পরিচয় হয় সায়রার সাথে। এক সময় পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় অয়ন সায়রার। দু’জনের মাঝে ভালোলাগা বাড়তে থাকে। এমন সময় জেরিনকে এয়ারপোর্টে দেখে অয়ন। জেরিনের বাবার কাছ থেকে জানতে পারে, সিঙ্গাপুরে একটি বিমান ভিয়েতনাম যাওয়ার পথে উধাও হয়ে যায়। সেই বিমানের পাইলট ছিলো জেরিনের স্বামী। আবার অয়নের সবকিছু এলোমেলো হয়ে যায়। সে জেরিনের পাশে দাঁড়াতে চায়। সায়রা কাছ থেকে দূরে সরতে থাকে অয়ন। জেরিন জেনে যায় যে, সায়রার সাথে বিয়ে ঠিক হয়ে আছে অয়নের। অয়নের জীবন থেকে সরে যাবার সিদ্ধান্ত নেয় জেরিন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন