ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর সেই বাড়ি ৬৫ বছর পর খুঁজে পেলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। বাড়ি খুঁজে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তিনি। এর আগে বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করেও বাড়িটির সন্ধান পাননি তিনি। অবশেষে বাড়িটি খুঁজে পেয়ে ভীষণ আনন্দিত, আবেগতাড়িত তিনি। সাদাত হোসাইন দিলারা জামানকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। দিলারা জামানের ছোটবেলা থেকে জীবনের এই সময় পর্যন্ত সামগ্রিক বিষয় তথ্যচিত্রটিতে তুলে ধরা হবে বলে জানান দিলারা জামান। তারই অংশ হিসেবে গত সপ্তাহে যশোহরের ষষ্ঠীতলা গিয়েছিলেন ১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দিলারা জামানের স্মৃতিচারণ ধারন করতে। যশোহরে গিয়ে নিজের ছোটবেলার সেই হারানো বাড়ি খুঁজে না পেয়েই চলে আসছিলেন তিনি। হঠাৎ তুষার নামে একজন তাকে সেই বাড়ি খুঁজে দেন। বাবার চাকরীর সুবাধে সেই বাড়িতে ভাড়া থাকতেন তারা। দিলারা জামান বলেন, ‘তুষার সাহেবের কাছ থেকে ছোটবেলার হারানো সেই স্মৃতিবিজড়িত বাড়ি খুঁজে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছি। এই বাড়িতে ছোট্টবেলার কতো স্মৃতি যে জড়িত, তা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না। কতো কিছু যে মনে পড়েছে আমার। ধন্যবাদ সাদাত হোসাইনকে, কারণ সাদাত উদ্যোগ না নিলেও আমাকে নিয়ে এমন তথ্যচিত্রও হতো না, ছোটবেলার বাড়িও খুঁজে পাওয়া হতো না। এই মুহুর্তে মনের ভেতর সেই খুঁজে পাওয়া বাড়িটিকে ঘিরে এক অন্যরকম সুখ কাজ করে-এটা আসলে ভাষায় প্রকাশের নয়।’ দিলারা জামান জানান, যশোরে থাকালীন তিনি ক্লাশ ওয়ান এবং টু ‘মোমেন গার্ডেন স্কুল’-এ এবং থ্রি-ফোর পড়েছেন ‘গুরু ট্রেনিং স্কুল’-এ। দুটি প্রতিষ্ঠানেরই নাম পরিবর্তন হয়েছে। ১৯৫৪ সালে রাজধানীর বাংলাবাজার স্কুল এবং পরবর্তীতে ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন দিসি। শিগগিরই দিলারা জামান চট্টগ্রামে যাবেন সাদাত হোসাইনের নির্মাণ চলতি তথ্যচিত্র’র কাজে। সেখানে দিলারা জামান ‘অরিন্দম’ নাট্যদলের সাথে যুক্ত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন