স্টাফ রিপোর্টার : সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটি আয়োজিত দেশীয় সঙ্গীতের বিশাল আয়োজন নিয়ে শুরু হচ্ছে ‘বৈশাখী সঙ্গীত মেলা-২০১৬’। আগামী ১০ এপ্রিল থেকে মেলার প্রথম পর্ব শুরু হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। ১২ এপ্রিল পর্যন্ত মেলা হয়ে মধ্যে থাকবে ৫ দিনের বিরতি। এরপর আবার সঙ্গীতের এই মিলন মেলা শুরু হবে ১৮ এপ্রিল থেকে। চলবে টানা ২৪ এপ্রিল পর্যন্ত। ১০ দিনের এই সুরের মেলায় থাকবে ১০ জন গুণী শিল্পীদের সম্মাননা প্রদান। অ্যালবাম প্রকাশনা, প্রত্যেকদিন জ্যামিং, মিউজিকফান, গীটার, ড্রাম, কীবোর্ড এবং ভয়েস বিষয়ক ওয়ার্কশপ, সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে সেমিনার, গুণী শিল্পীদের ভিডিও ডকুমেন্টরি, বাংলা গানের ইতিহাস নিয়ে টাইমলাইন বোর্ড, সেলফিবুথ, স্মার্টফোন চার্চার জোন, ফ্রী ওয়াই-ফাই জোন, ইন্টারভিউ জোন, একদিন লাইভ টিভি অনুষ্ঠান, প্রত্যেদিন লাইভ রোডিও ব্রড কাস্টিং, লাইভ ওয়েবস্ট্রিমিং। সবার জন্য মেলায় প্রবেশ ফি উন্মুক্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে মেলায় শ্রোতাদের জন্য থাকছে লাইভ গান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন