ওয়ার কমেডি ‘হুইস্কি ট্যাঙ্গো ফক্সট্রট’ যৌথভাবে পরিচালনা করেছেন গেøন ফিকারা এবং জন রেকুয়া। ফিকারা আর রেকুয়া এ যাবত যতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছন তার সবগুলোই একসঙ্গে করেছে। এই ফিল্মগুলো হল- ‘ফোকাস’ (২০১৫), ‘ক্রেজি, স্টুপিড, লাভ’ (২০১১) এবং ‘আই লাভ ইউ ফিলিপ মরিস’ (২০০৯)। কিম বার্কারের লেখা স্মৃতিকথা ‘তালিবান শাফল : স্ট্রেঞ্জ ডেজ ইন আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
কিম বার্কার (টিনা ফে) মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একজন সাংবাদিক। নেটওয়ার্কে তার পদ কেবল নিউজ প্রডিউসার। ভাল পদ, আর কাজে অনেকের চেয়ে বেশি স্বস্তি আছে। কিন্তু এরপরও তার ক্যারিয়ার নিয়ে কিম খুব সন্তুষ্ট নয়। তার ওপর তার প্রেমিককে নিয়েও সে ঝামেলায় আছে, তার জন্য জীবনকে আরও কঠিন আর বিরক্তিকর করে তুলেছে তার প্রেমিকটি। একঘেয়ে জীবন থেকে উদ্ধার পাবার জন্য শেষ পর্যন্ত এক বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। সে দায়িত্ব নিয়ে ‘অপারেশন এনড্যুরিং ফ্রিডম’ অভিযানের সময় মধ্যপ্রাচ্য আর আফগানিস্তানের যুদ্ধ বিক্ষুব্ধ এলাকায় যাবে সংবাদ সংগ্রহের জন্য। তার ধারণাই ছিল না সে কী পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। দেশের আয়েশি জীবন থেকে সে নিয়ন্ত্রণহীন এক যুদ্ধাঞ্চলে এসে পড়ে। সৌভাগ্যক্রমে সে অস্ট্রেলিয়া থেকে আসা আরেক সাংবাদিক টানিয়া ভ্যান্ডারপোয়েলের (মারগট রবি) দেখা পায়। সে তাকে পথনির্দেশ দিতে শুরু করে। উগ্রবাদী, যুদ্ধবাজ উপজাতীয় দলনেতা আর সারারাতের পার্টির মধ্য দিয়ে কিম জীবনের অনেক দিক নতুন করে আবিষ্কার করে। এর মধ্যে একটি হল কীভাবে সফল সংবাদদাতা হয়ে যায় তার সূত্র।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন