শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির দিকে নজর দিন : এরদোগান

ইউরোপীয় ইউনিয়নের গৃহীত পদক্ষেপের তীব্র সমালোচনা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তুরস্কের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়নের গৃহীত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি তুরস্কের বিষয়ে নজর না দিয়ে বরং ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতির ওপর নজর দেয়ার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এরদোগান বলেন, ইইউ যেখানে তার নিজেকে একত্রিত করতে সংগ্রাম করছে, সেখানে তুরস্কের প্রতিটি বিষয় নিয়ে তারা আঙুল নাড়াচ্ছে। গত মঙ্গলবার জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সাপ্তাহিক সংসদীয় দলের বৈঠকে এরদোগান এই আহ্বান জানান। স¤প্রতি ইইউ কর্তৃক আঙ্কারার প্রাক-সংযোজন তহবিল কর্তন এবং সরকার গঠনের জন্য জার্মানির ব্যর্থ প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেন, তারা (ইইউ) ইতোমধ্যেই আমাদের জন্য তহবিল ছাঁটাই করেছে। আপনার উচিৎ হবে প্রথমে আপনার দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল এবং নিজস্ব সরকার গঠনের ওপর ফোকাস করা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র হয়ে ওঠছে। বিশেষত জার্মানির সঙ্গে তুরস্কের সম্পর্ক নাজুক পর্যায়ে পৌঁছেছে। ইইউ স¤প্রতি ঘোষণা করেছে যে, তারা আঙ্কারার জন্য ১০৫ মিলিয়ন ইউরোর অর্থায়ন প্রকল্প কর্তনের সিদ্ধান্ত নিয়েছে; যা ২০১৮ সালের মধ্যে প্রদান করার জন্য নির্ধারিত ছিল। ইইউ বলছে যে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আমিনুল ইসলাম ২৩ নভেম্বর, ২০১৭, ২:০৪ এএম says : 0
আপনার মত নেতা যদি আমাদের দেশে থাকতো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন