এক নারী জানিয়েছেন ১৫ মিলিয়ন ডলারের বিনিময়ে তিনি টিভি উপস্থাপক রায়েন সিক্রেস্টের বিরুদ্ধে অসঙ্গত আচরণের ব্যাপারে নীরব থাকবেন বলে জানিয়েছেন। এক দশক আগে সেই নারী যখন সিক্রেস্টের স্টাইলিস্ট ছিলেন।
জানা গেছে সেই নারীটির আইনজীবী ইতোমধ্যে সিক্রেস্টের আইনজীবীর সঙ্গে সাক্ষাত করেছেন এবং সেসময় টিভি তারকাটি ফোনে তাদের আলোচনা শুনেছেন। নারীটির আইনজীবী সে সময় জানায় তার মক্কেলার আর্থিক দাবী না মানলে লিখিত প্রেস বার্তাটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
এই নারীর আইনজীবী সিক্রেস্টের অসঙ্গত আর যৌন আগ্রাসী আচরণের কথা স্বীকার করলেও অর্থ দাবীর কথা প্রকাশ্যে অস্বীকার করেছে।
একটি ওয়েবসাইট সেই নারীর বরাত দিয়ে জানিয়েছে, তাকে সিক্রেস্ট অর্থ না দিলে তিনি তার অভিযোগের বিবরণ প্রকাশ করে দেবেন।
এক সূত্র জানিয়েছেন, ঘটনাটি এক দশক আগে ঘটায় অভিযোগের আইনগত ভিত্তি নেই তবে এখন অর্থ আদায়ে তার একমাত্র পথ হলে জনসমক্ষে টিি তারকাটিতে অপদস্থ করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন