মোজাহেদ হাসান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন সাব-ইন্সপেক্টর। ছোটবেলা থেকেই তিনি গান করেন। সপ্তম শ্রেনীতে পড়ার সময় নিজের লেখা গান নিজেই গাইলেন। এবারই প্রথম তিনি প্লে-ব্যাক করেছেন। তাও আবার বাংলাদেশের এই সময়ের শীর্ষ সঙ্গীতশিল্পী কণা’র সঙ্গে। সিনেমার গানে কন্ঠ দেবার ক্ষেত্রে কণা সবসময়ই একটু বেশি চুজি। গানের কথা, সুর এবং সর্বোপরি পুরো সঙ্গীতায়োজনটা হওয়া চাই মনেরমতো। এমন হলেই প্লে-ব্যাকে দেখা মিলে তার। বছরজুড়ে একের পর এক সিনেমার গানে উপস্থিত থাকতে হবে এমনও নয়। কণা’র ভাষায়, ভালো কয়েকটি প্লে-ব্যাক করতে পরলেই তিনি খুশি। সেই ধারাবাহিকতায় উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ চলচ্চিত্রের জন্য একটি গানে কন্ঠ দিলেন কণা। এই গানের কথা নোয়াখালীর ভাষায়। হিসেব মতে, এবারই প্রথম আঞ্চলিক ভাষায় গান গাইলেন কণা। তাও আবার নোয়াখালীর ভাষায়। এই গানেই তার সহশিল্পী মোজাহেদ হাসান। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মোজাহেদ হাসান। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কণা বলেন, ‘নোয়াখালীর ভাষায় প্রথম গাইলাম, সবমিলিয়ে বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমার গাওয়াটা আমি দারুণ উপভোগ করেছি।’ এদিকে কণা সম্প্রতি উত্তম আকাশের ‘আমি নেতা হবো’, বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেস্ত’, শফিক হাসানের ‘বাহাদুরী’ এবং রাশেদ রাহার ‘নোলক’ চলচ্চিত্রেও প্লে-ব্যাক করেছেন। মিনারের সঙ্গীত আয়োজনে একটি ইপি অ্যালবামের জন্য গানে কন্ঠ দিয়েছেন কণা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন