বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান তার মেজ মেয়ে সাদিয়া রহমান বৃষ্টি’র বিয়ে দিলেন। গত ২৯ নভেম্বর রাজধানীর মিরপুরের পুুলিশ কনভেনসন সেন্টারে আসিফ হাসানের সঙ্গে বৃষ্টির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোহান জানান, আসিফ পেশায় একজন ব্যবসায়ী। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই বৃষ্টির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়া চাই ওরা যেন সুখী হয়, ভালো থাকে, সুস্থ্য থাকে। আর যারা আমার মেয়েকে এবং মেয়ের জামাইকে দোয়া করতে এসেছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ বিয়েতে উপস্থিত হয়েছিলেন, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, বাদল খন্দকার, আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আবু সাঈদ খান, গাজী মাহবুব, সায়মন তারিক, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেত্রী শারমিন আক্তার, চিত্রনায়ক অমিত হাসান, শাবনূর ও পপি, চিত্রনায়ক শ্রাবণ এবং নবাগত মারিয়া’সহ আরো অনেকে। এদিকে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সোহানুর রহমান সোহান রাজধানীর মগবাজারে অবস্থিত ‘ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট’র অধ্যক্ষ হিসেবে কর্মরত। তার নির্মাণাধীন চলচ্চিত্র হচ্ছে ‘ওয়াও বেবি ওয়াও’,‘জেদি’ ও ‘প্রিয় জন্মভূমি’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন