আগামীতে কে হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব? সম্ভাব্য তালিকায় আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান, জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নাম। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব পদেও নতুন মুখ আসছে। বর্তমানে এই পদে থাকা সিনিয়র সচিব সুরাইয়া বেগমের এক বছর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে জানুয়ারীতে। আগামী বছর তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি হচ্ছে না বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখ্যসচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী। গত বছর ডিসেম্বরে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তাঁর মেয়াদ শেষ এ মাসে। মুখ্যসচিব কামাল আবদুল নাসেরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ না বাড়লে সে ক্ষেত্রে এই পদে নতুন করে নিয়োগ হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব পদের জন্য তিনজন সিনিয়র সচিবের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে আছেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। সম্ভাব্যদের তালিকায় থাকা ড. মো. মোজাম্মেল হক আগামী বছরের নভেম্বর মাসে অবসরে যাবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানের চাকরির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জুলাই মাসে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমানের চাকরির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। প্রশাসনে সর্বোচ্চ সম্মানজনক পদ হলো ক্যাবিনেট সচিব। এর পরই দ্বিতীয় সম্মানজনক অবস্থানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব পদ। এমন আকর্ষণীয় পদে যেতে এরই মধ্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জোর লভিং শুরু হয়েছে। এখন সময়ের সঙ্গেই জানা যাবে কার ভাগ্যের শিঁকে ছিড়ছে। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব পদেও নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে। বর্তমানে এ পদে থাকা সিনিয়র সচিব সুরাইয়া বেগমের চাকরির মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। এ পদের জন্য তিনজনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। সম্ভাব্য এই তিনজনের মধ্যে থেকেই একজন আগামী বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
####
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন