শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয়ে যাত্রা শুরু শ্রাবন্তী শ্রাবণের

আশিক বন্ধু: | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রথমবারের মতো টিভি নাটকে অভিষেক হচ্ছে শ্রাবন্তী শ্রাবণের। রাইটার’ শিরোনামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। দীপু হাজরার পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। উল্লেখ্য, শ্রাবন্তী আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার ২০১৭’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন। তাছাড়া আরটিভি লুক এ্যাট মি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। অপূর্ব ও শ্রাবন্তী ছাড়াও রাইটার নাটকে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, বাঁধন, টুটুল চেীধুরী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ী, মোহনা, পার্থ নন্দী প্রমুখ। শ্রাবন্তী বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ে ছিলাম। মাঝপথে পড়াশোনার কারণে বিরত ছিলাম। এখন প্রথম নাটকে দীপু হাজরা ভাইয়ার সাথে কাজ করে বেশ ভালো লাগছে। দীপু ভাইয়া সুযোগ করে দিয়েছেন বলেই, ভালো কাজ করার সাহস পেলাম। তাছাড়া অপূর্ব একজন দারুণ অভিনেতা। তাই কাজটি করে ভালো লেগেছে। এখন থেকে নিয়মিত কাজ করে যাবো। পরিচালক দীপু হাজরা বলেন, রাইটার একটি সুন্দর গল্প। সহজ, সরল, সাবলীল অভিনয় শিল্পীর প্রয়োজনে আমি অপূর্ব ও শ্রাবন্তীকে জুটি করেছি। দুজনেই চমৎকার অভিনয় করেছেন নাটকটিতে। দর্শক পর্দায় তাদেরকে দেখলে মুগ্ধ হবেন। আমি আশাবাদী, শ্রাবন্তী নতুন হলেও তার অভিনয়েও দর্শক ভালো শিল্পীর গুণ খুঁজে পাবেন। তার পথচলার জন্য শুভকামনা আমার’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন