সাফটা চুক্তির কড়া সমালোচনা করে গত জুলাইয়ে চিত্রনায়ক ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছিলেন। সেখানে লিখেছিলেন, সাফটা চুক্তিকে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির ‘সাপ’। শিগগিরই এ চুক্তিটি বাতিল করা উচিত। নতুন করে আবারও তিনি স্ট্যাটাস দিয়েছেন। ভারতীয় সিনেমার বিপক্ষে লিখেছেন, চলচ্চিত্রকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি। যতদিন বাচঁবো ভালোবেসেই যাবো। একসময় কলকাতার সিনেমা নিয়ে খুব চিন্তিত ছিলাম। কিন্তু এখন ভাবছি আর চিন্তা করবো না। কারণ, ওদের সিনেমাগুলোর ৩২টি দাঁত ভেঙে দিয়েছে আমাদের দেশের দর্শক। দর্শকরা বুঝিয়েছে, কলকাতার সিনেমা তাদের পছন্দ না। ঢাকায় কলকাতার যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে, তার একটিও চলেনি। দর্শক সাড়া দেয়নি। তাহলে বন্ধ হোক কলকাতার সিনেমা। তিনি লিখেন, তৌকীর আহমেদকে আমি খুব বড়মাপের একজন পরিচালক হিসেবে দেখছি। এগিয়ে যাক তার পরিচালিত হালদা। জয় হোক বাংলা চলচ্চিত্রের। জয় হোক হালদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন