শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো সেলফি নিয়ে গান

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : প্রথমবারে মতো সেলফি নিয়ে গান তৈরি করা হয়েছে। রুপম ও লেমিসের গাওয়া এ গানটি ‘সাদা কালো প্রেম’ নামে একটি সিনেমায় ব্যবহার করা হবে। গত ২০ মার্চ গানটির রেকর্ডিং হয়েছে। ‘চলতেও সেলফি বলতেও সেলফি, আগুন জ¦লতেও তুলি সেলফি, নাচতেও সেলফি হাসতেও সেলফি, ভালোবাসতেও তুলি সেলফি’- শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। পর্দায় গানটির সাথে ঠোঁট মেলাবেন বাপ্পী ও এমিয়া এ্যামী। গানটি নিয়ে ইমন সাহা, লেমিস ও রুপম বলেন, বিষয়টা অন্যরকম মনে হচ্ছে। কারণ প্রথমবারের মতো সেলফি নিয়ে গান করলাম। আর সেলফি ছাড়া এখন যেন কারো সময়ই কাটে না। সেলফি জোয়ারে আমরাও ভেসে গেলাম গানে গানে। পরিচালক শাহ আলম মÐল বলেন, ‘সাদা কালো প্রেম’ সিনেমার গল্প নিয়ে বসতে গিয়ে মাথায় এলো, বর্তমান সময়ে সেলফি একটি জনপ্রিয় আওয়াজ। মুখে মুখে জনে জনে সেলফি তোলার হিড়িক। তাই সিনেমায় সেলফি নিয়ে একটি গান হোক। এমন আশা নিয়ে সেলফি গানটির সৃষ্টি হলো। এর চিত্রায়ণও হবে আধুনিকতায় ভরপুর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন