শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রোহিঙ্গাদের নিয়ে জেফার রহমানের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে গান করেছেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে জেফার রহমানের ইউটিউব চ্যানেলে। ‘রোহিঙ্গাস ক্রাই’ শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ, সুর-সংগীত করেছেন শাহরিন শাহরিয়ার ও সামির হাফিজ। প্রকাশের পরপরই গানটি দর্শক-শ্রোতাদের ভালো সাড়া পায়। এই মুহূর্তে বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে এই গান মানবিক বোধের জায়গা থেকে করা হয়েছে বলে জানান জেফার রহমান। শিল্পী হিসেবে এটা তার দায়বদ্ধতা বলে মনে করেন তিনি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনাকারী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, অমানবিক নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য মানুষ হিসেবে আমাদের অনেক দায় রয়েছে। শিল্পীর জায়গা থেকে জেফার রহমানের প্রয়াসটিকে পৃষ্ঠপোষকতা করেছি। আশা করি, মিউজিক ভিডিওটি ভালো লাগবে সবার। উল্লেখ্য, ইতোপূর্বে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয়েছে জেফার রহমানের একক গানের অ্যালবাম ‘আনকেইজড’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন