আগামী বছরের ঈদের নাটকের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নির্মাতারা নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। অভিনেতা ও নাট্যনির্মাতা শামীম জামান নির্মাণ করেছেন নাটক ক্যারিয়ার। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তারিন। নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম। গত ১৭ ও ১৮ ডিসেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম বলেন, ‘আমরা যারা একটু মনোযোগ দিয়ে অভিনয় করতে চাই, তাদের চাওয়া একটাই থাকে, অভিনয় করার মতো একটি পরিবেশ। সেই জরুরী পরিবেশটাই দারুণভাবে পেয়ে থাকি বন্ধু শামীম জামানের নাটকের কাজ করতে গেলে। আমার সহশিল্পী তারিন সম্পর্কে যদি মূল্যায়ণ করতে হয়, তাহলে একটি কথাই বলবো, তারিন অনেক গুণী একজন শিল্পী, আমার পছন্দের একজন শিল্পী। তারিন সবসময়ই অভিনয়টা মন দিয়ে করতে চায়। এটা সবার ক্ষেত্রে হয়না। তারিন পারে বলেই তারিন অন্য অনেকের চেয়ে আলাদা।’ তারিন বলেন, ‘একটি পরিবারে সন্তানের মানসিক বিকাশে যৌথ পরিবারের ভূমিকা অনেক। স্বামী-স্ত্রীর একার পক্ষে একটি সন্তানকে ভালোভাবে মানসিক বিকাশের মধ্যদিয়ে মানুষ করে তোলা কঠিন। কিন্তু যৌথ পরিবারে সন্তানরা সুস্থ্যভাবে, ভালোভাবে মানসিক বিকাশের মধ্যদিয়ে মানুষ হয়ে উঠে। ক্যারিয়ার নাটকের বিষয়বস্তু এমনই এবং সময়োপযোগী একটি গল্পের নাটক। মোশাররফ ভাই সুস্থ্য হয়ে দেশে ফেরার পর তারসঙ্গে এটা আমার প্রথম কাজ। তার সহশিল্পী হিসেবে এবং দর্শক হিসেবেও তার অভিনয় সবসময়ই আমি দারুণ উপভোগ করি। মোশাররফ ভাইয়ের মতো একজন গুণী শিল্পীকে সুস্থ্য কাজের পরিবেশ দিয়ে তাকে সুস্থ্য রাখার দায়িত্ব আমাদের সকলের। এমন গুণী শিল্পীদের নিয়ে নাট্যরচিয়তাদের, নির্মাতাদের ভাবা উচিত।’ শামীম জামান আগামী বছরের ঈদ উল ফিতরে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য ‘ক্যারিয়ার’ নাটকটি নির্মিত হয়েছে। উল্লেখ্য, মোশাররফ করিম ও তারিন অভিনীত ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকটি বর্তমানে বাংলাভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন