রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেলের সামনে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এর চালক দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ বাসচালকের নাম আতিক মোল্লা (৪২)।
দগ্ধ বাস চালক আতিক নিজেই জানান, মোহাম্মদপুর থেকে খিলগাও গামী "মিডওয়ে পরিবহন" তিনি নিজেই চালিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু মেডিকেলের সামনে গেলে ট্রাফিক সিগনালে আটকে ছিলো বাসটি। এসময় হঠাৎ বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে এতো কোন হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে যাওয়ার পরপরই বাসে আগুন লেগে যায়। তাড়াহুড়া করে নামতে গিয়ে চালক আতিকের হাত ও পা সহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়।
ঢামেক বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আতিককে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার অবস্থা তেমন গুরুতর নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন