গত ১০ বছরে কমপক্ষে ৭৫০জন গণতন্ত্রকামী কর্মীকে সরকারি বাহিনী গুম করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল (বৃহস্পতিবার) এক টুইট বার্তায় খালেদা জিয়া এ কথা লেখেন। টুইট বার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ২০১৩ সালের ‘কালো’ ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল, আজও তাঁরা ফেরেননি। তিনি বলেন, গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই। টুইটে তিনি এখনো নিখোঁজ সেই ১৯ জনের ছবিও প্রকাশ করেন। এদের মধ্যে রয়েছেন- খালেদ হোসেন সোহেল, স¤্রাট মোল্লা, মাহফুজুর রহমান সোহেল সরকার, হাবিবুল বাশার জহির, মোঃ হোসেন চঞ্চল, পারভেজ হোসেন, সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করিম তানভীর, মাজহারুল ইসলাম রাসেলন, আসাদুজ্জামান রানা, মোঃ আল আমিন, আব্দুল কাদের ভূঁইয়া মাসুম, আদনান চৌধুরী, মোহাম্মদ কাউসার, নিজাম উদ্দিন মুন্না, তারিকুল ইসলাম ঝন্টু, মাহাবুব হাসান সুজন, কাজী ফরহাদ, সেলিম রেজা পিন্টু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন