শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয়ে বকুলের দুই দশক

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: ১৯৯৭ সালে ফরিদুর রহমানের প্রযোজনায় ‘হিসাব নিকাশ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে অভিষেক হয় গুণী অভিনেত্রী আরজুমান্দ আরা বকুলের। একই সঙ্গে তিনি বিটিভির তালিকাভুক্ত অভিনয়শিল্পী হন। ওই বছরই শাহআলম কিরণের নির্দেশনায় ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেই থেকে আজ পর্যন্ত অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা নিয়ে অভিনয় করে চলেছেন তিনি। শুধূ একজন অভিনেত্রী হিসেবেই নয় একজন সঙ্গীতশিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। ২০০১ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী হন। আরজুমান্দ আরা বকুল অভিনীত তিনটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে শিগগিরই মুক্তি পাবে বকুল অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ চলচ্চিত্রটি। শূটিং শেষ করেছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনেরেখো’ চলচ্চিত্রের। বকুল বলেন, ‘তিনটি চলচ্চিত্রেই আমি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। সবগুলো চলচ্চিত্র নিয়ে আমি আশাবাদী। সত্যি বলতে কী চলচ্চিত্রে আমি খুব কম কাজই করেছি। সবমিলিয়ে ত্রিশটি চলচ্চিত্র হবে। তবে যেগুলোতে অভিনয় করেছি প্রত্যেকটি চলচ্চিত্র দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাই ভালোলাগার বিষয়। আর অভিনয়ের পথচলায় দু’দশক পেরিয়ে গেছে ভাবলেই অবাক হই। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ।’ বকুল অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্র হচ্ছে ‘দুঃখিনী জোহরা’, ‘সত্য মিথ্যার লড়াই’,‘ডাক্তার বাড়ি’, ‘পাগলা হাওয়া’, ‘তোমার জন্য মরতে পারি’,‘পৃথিবী টাকার গোলাম’,‘ বসগিরি’ ‘বিগ্রব্রাদার’ ইত্যাদি। নির্মাতা হিসেবেও অভিষেক হয়েছে বকুলের। এরইমধ্যে নিজের লেখা নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘জানালা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। আল হাজেন নির্দেশিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কুইক ম্যারেজ’র নির্দেশক তিনি। আরজুমান্দ আরা বকুলের জন্ম বগুড়ার পাইকড়-এ নানার বাড়িতে। তবে বড় হয়েছেন তিনি বগুড়ার কাহালু’র কাইট কমলবাটি গ্রামে। মঞ্চে তার অভিনীত প্রথম নাটক ছিলো মাহবুবা বেগম হেনা নির্দেশিত ‘শেষ রাতের গল্প।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন