শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকা অ্যাটাকের মিডিয়া পার্টনার এটিএন বাংলা

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ এর সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গত ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ছবিটির প্রযোজক ও স্পø্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ। দীপঙ্কর দীপনের পরিচালনাধী ‘ঢাকা অ্যাটাক’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। উল্লেখ্য, সিনেমাটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে মুক্তি দেয়া হবে। এরই মধ্যে মালেশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি কিউ-প্লেক্সের সঙ্গে এ সম্পর্কিত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরো চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত সিনেমাটি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন