পাবনায় ফের ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বেড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বেড়া সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত মন্দিরা সিনেমা হলের বেড়া-ঢাকা হাইওয়ে থেকে মঙ্গলবার সকালে এই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটককৃতরা একটি বস্তায় বিপুল পরিমাণ গাঁজা বহন করছে গোপন সংবাদেও পুলিশ অভিযান চালায় । গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুল মতি গ্রামের নুর হোসেন ওরফে কাটা নুর (৪৬), পাবনা শহরের আকরাম, শিপু, সেলিম। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার মালিগাছা এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে একই পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। সেই চালানের সাথে কুড়িগ্রাম জেলার ২ জনকে আটক করে পুলিশ। একজন পালিয়ে যায়। পুলিশের ধারণা গাঁজা পাবনায় আনার সাথে কুড়িগ্রাম ও রংপুরের মাদক ব্যবসায়ীরা লিপ্ত রয়েছে। সেই সাথে পাবনা জেলার কয়েকজন ব্যবসায়ী জড়িত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন